Site icon Jamuna Television

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বুধবার মায়ের ওপর অভিমান করে যুথি খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং মহল্লার আদারপাড়ায় গ্রামের আসাদ আলীর মেয়ে ও বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে যুথিকে তার মা রওশন আরা বকাবকি করেন। এতে মায়ের উপর অভিমান করে সকলের অগোচরে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় যুথি। ঘণ্টাখানেক ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ডাকাডাকি করে। তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা
দরজা ভেঙ্গে যুথিকে ঘরের ডাবের (আড়া) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ইউএইস/

Exit mobile version