Site icon Jamuna Television

ফরিদপুরে নদী পারাপারের সময় পানিতে পড়ে ৩ শিশু নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন ও মধুখালী উপজেলায় নদী পারাপারের সময় পানিতে পড়ে নিখোঁজ হয়েছে ৩ শিশু। এদের মধ্যে রাত ৮টার দিকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম জানান, উপজেলার আব্দুল সিকদার ডাঙ্গী গ্রামের প্রবাসী মো. রাসেলের মেয়ে অমি আক্তার (১৫) ও ছেলে তামীম হোসেন (৮) তাফালে (পাতলা টিন দিয়ে তৈরি বিশেষ ধরনের নৌকা) করে নদী পার হয়ে নানা বাড়িতে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। অনেক সময় পর অমি আক্তারের মরদেহ লোহার টেক কোলের নিকট ভেসে ওঠে। ছেলে তামীম হোসেন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

অমি আক্তার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও তামীম হোসেন দ্বীপশিখা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই দুই শিশুর মা নাসরীন আক্তার জানান, বৃহস্পতিবার তাদের স্কুলে যাওয়ার কথা ছিল। তাই স্কুলের কাছে তাদের নানা নয়ন মোল্যার বাড়িতে রাতে থাকার জন্য যাচ্ছিল।

এদিকে, মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটন সরকার জানান, উপজেলার চর নওপাড়া গ্রামের চন্দনা নদীর উপর বাঁশের সাকো পার হওয়ার সময় সাদিয়া (৭) ও মিথিলা (৬) নামের দুই শিশু পানিতে পড়ে যায়। এ সময় মিথিলা সাকোর বাঁশ ধরে থাকলেও নিখোঁজ হয় সাদিয়া। সাদিয়া ওই গ্রামের শহিদুল ইসলাম এর মেয়ে। দমকল কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

ইউএইস/

Exit mobile version