Site icon Jamuna Television

সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ চার বছর ধরে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ওই স্কুলছাত্রী বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচ তার চাচাতো ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করতো। যাতায়াতের মধ্যদিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নাইচ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এভাবেই কেটে যায় চার বছর। সর্বশেষ গত ৯ আগস্ট বিয়ের কথা বললে শেখ মেহেদী হাসান নাইচ তাকে বিয়ে করতে পারবে না মর্মে জানিয়ে দেয়।

বাদী এ ঘটনায় শেখ মেহেদী হাসান নাইচের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউএইস/

Exit mobile version