Site icon Jamuna Television

সুনামগঞ্জে শিশু ধর্ষণ, অভিযুক্ত জেলহাজতে

সুনামগঞ্জ প্রতিনিধি:

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নে আসামুড়া গ্রামে এক দিনমজুরের ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত ঠাকুর ধনের ছেলে আব্দুল হাসিমকে (৫০) আটক করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুর বাবার বাড়ি উপ‌জেলার জানপুর গ্রামে। মা-বাবা ঢাকায় কাজে থাকায় নানার বাড়ি পার্শবর্তী আমামুড়া গ্রামে নানির কাছে থাকতো সে। মঙ্গলবার সন্ধ্যায় ঘরে একা রেখে পাশের বাড়ির এক অসুস্থ আত্মীয়কে দেখতে যান শিশুটির নানি। এই সুযোগে ঘরে ঢুকে আব্দুল হাসিম ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ চলে আসায় আব্দুল হাসিম পালিয়ে যায়।

প‌রে দক্ষিণ সুনামগঞ্জ থানা পু‌লিশ মঙ্গলবার রাতেই আব্দুল হাসিমকে গ্রেফতার করে। বুধবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাতে পাঠান বলে জানায় পুলিশ। বর্তমা‌নে শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version