Site icon Jamuna Television

বায়ার্নে স্বপ্নভঙ্গ লিওঁ’র

বায়ার্নানের কাছে হারে স্বপ্নভঙ্গ লিঁও’র। তাই অল ফ্রান্স ফাইনাল দেখা হলো না সমর্থকদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিওঁকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন বাভারিয়ান মিডফিল্ডার সার্জ গ্যানাব্রি।

১০ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়ে প্রতিশোধ নেয়া আর হলো না লিওঁর।আগামী ২৩ আগস্ট রোববারের ফাইনালে নেইমারদের পরীক্ষা নেয়ার কাজটা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

বুধবার রাতে লিসবনে ম্যাচের শুরুতেই লিড নেয়ার ভালো সুযোগ পায় ফরাসি ক্লাব লিঁও। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় ১৮ মিনিটে। সার্জ গ্যানাব্রির জোরালো শটে ১-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৩৩ মিনিটে লিওঁ’র রক্ষণ অরক্ষিত থাকলেও কাজে লাগাতে ব্যর্থ রবার্ট লেভানদভস্কি। তবে সুযোগ মিস করেননি গ্যানাব্রি। সহজ শটে ব্যবধান দ্বিগুণ করে স্কোর শিটে নিজের নাম লেখান দ্বিতীয়বার।

দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারেনি বাভারিয়ানরা। তবে ৮৮ মিনিটে হেড থেকে গোল করে দলকে ৩-০’র ব্যবধানে জয় এনে দেন রবার্ট লেভানদস্ককি।

Exit mobile version