Site icon Jamuna Television

নিয়ম ভেঙে সহযোগী কোম্পানিকে ঋণ, তথ্য চেয়ে বিএসইসি’র চিঠি

পুঁজিবাজারে তালিকাভুক্ত অর্ধশত কোম্পানি শেয়ারহোল্ডারদের অনুমোদন ছাড়া সংশ্নিষ্ট কোম্পানির উদ্যোক্তাদের অন্য প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে। এতে উদ্যোক্তা-পরিচালকরা ব্যক্তিগতভাবে লাভবান হলেও, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূল কোম্পানি ও শেয়ারহোল্ডাররা। ঋণ দিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম মানছে না এসব কোম্পানি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি বছরের পর বছর নিয়ম লঙ্ঘন করে এমন কার্যক্রম চালিয়ে আসছে। বিএসইসি কিংবা স্টক এক্সচেঞ্জ এর আগে তা খতিয়ে দেখেনি। তবে বিএসইসি ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। কমিশনের সুনির্দিষ্ট আদেশ লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত একটি কোম্পানির পরিচালকদের বড় অঙ্কের জরিমানা করেছে।

এসব অনিয়মের খোঁজে নেমেছে বিএসইসি। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গত বৃহস্পতিবার পাঠানো চিঠিতে ১০ কার্যদিবসের মধ্যে তথ্য দিতে নির্দেশনা দেয়া হয়েছে। তথ্য পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version