Site icon Jamuna Television

রাজধানীর বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে হিরন সরদার নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে রাজন জানান, হিরন সরদারের রামপুরা বনশ্রী এলাকায় বেকারি ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে বনশ্রী এলাকাতেই থাকতেন।

পুলিশ জানিয়েছে, এলাকাভিত্তিক গ্রুপের মধ্যে দ্বন্দ্বে খুন হয়েছেন হিরন। তিনি আরও বলেন, নিহত হিরনের বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। এক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন।

Exit mobile version