Site icon Jamuna Television

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর ট্রেনের নীচে ঝাপ দিলেন স্বামী

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নীচে ঝাপ দিয়ে স্বামী আত্নহত্যা করেছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত দুলাল উদ্দিন (৪০) কালিয়াকৈর উপজেলার চান্দরা মণ্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে এবং তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম (২৮)।

পুলিশ ও স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে গেলো রাতে নিজ বাড়িতে স্বামী দুলাল উদ্দিন শ্বাসরোধে হত্যা করে তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মোবাইলে তার মেয়েকে জানায়, তার মাকে হত্যা করেছে এবং সে মরে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে দুলাল ট্রেনে নীচে ঝাপ দিয়ে মারা গেছে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার পর স্বামী ট্রেনের নীচে ঝাপ দিয়ে হত্যা করে। তদন্ত শেষে হত্যা ও আত্মহত্যার কারণ জানা যাবে বলেও জানান ওসি।

Exit mobile version