Site icon Jamuna Television

করোনায় আবারও ভারতের রেকর্ড: একদিনে সর্বোচ্চ আক্রান্ত

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৪৮ হাজার

করোনা মহামারিতে এশিয়ায় যেন একের পরে এক রেকর্ড গড়ছে ভারত। দেশটিতে করোনার বিস্ফোরণ ঘটেছে অনেক আগেই। আজ আবার রেকর্ড সংক্রমণ দেখা গেলো দেশটিতে।

একদিনে দেশটিতে নতুন করে প্রায় ৭০ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৬৯ হাজার ৬৭২ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

এদিন মারা গেছে আরও ৯৯৭ জন।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের দিনে সুস্থতার সংখ্যায়ও রেকর্ড গড়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬০ হাজার ৪৩৩ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠেন, যা আগে কখনও হয়নি।

ভারতে অবশ্য করোনা পরীক্ষার সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। আগস্টের শুরু থেকেই করোনা পরীক্ষা অনেক বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৫৮ শতাংশ। এ সময় ৯ লাখ ১৮ হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা হয়, যা দেশটিতে এ যাবত একদিনে সর্বোচ্চ পরীক্ষা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ২৮ লাখ ৪১ হাজার ৪০০ জন। মোট মারা গেছে ৫৪ হাজার ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৯৭ হাজার ৭৬৬ জন। হাসপাতালে ও হোম কেয়ার চিকিৎসাধীন ৬ লাখ ৮৯ হাজার ৬১৭ জন।

Exit mobile version