Site icon Jamuna Television

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হতে পারেন ক্রেইগ ম্যাকমিলান

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যেতে পারে ক্রেইগ ম্যাকমিলানকে। বর্তমানে এই পদে থাকা নেইল ম্যাকেঞ্জি লঙ্কা সফরে না গেলে সম্ভাবনা রয়েছে সাবেক এই কিউই ব্যাটসম্যানের।

বিসিবি’র ক্রিকেট অপরেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ক্রিকবাজ।

২০১৯ সালে ভারত সফর থেকে টাইগারদের টেস্ট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে রয়েছেন ম্যাকেঞ্জি। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনি যাবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি। যদি ম্যাকেঞ্জি এই সফরে না যান, তাহলে ক্রেইগ ম্যাকমিলানকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছে বিসিবি।

সাবেক এই কিউই ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

Exit mobile version