Site icon Jamuna Television

রিংবাঁধ ভেঙে সাতক্ষীরার কয়েকটি গ্রাম আবারও প্লাবিত

সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পাশে দেয়া রিংবাঁধ ভেঙে নতুন করে কয়েকটি গ্রাম আবারও প্লাবিত হয়েছে।

বুধবার রাতের জোয়ারে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও বৃহস্পতিবার দুপুরের জোয়ারে পানির চাপে গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় রিংবাঁধ ভেঙে এসব এলাকা প্লাবিত হয়।

এ সময় পানির চাপে রাস্তা ভেঙ্গে সাতক্ষীরার সাথে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক শত বিঘা চিংড়িঘের ভেসে গেছে। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী উঁচু বেড়িবাঁধে। স্থানীয়রা জনায়, এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা না পেলেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা নিজেরাই রিংবাঁধ মেরামত করার চেষ্টা করছেন।

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ মেরামতের চেষ্টা করছেন। পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তারা এখনো ঘটনাস্থলে আসেনি।

ইউএইস/

Exit mobile version