Site icon Jamuna Television

পিরোজপুরে নিখোঁজের একদিন পর প্রবাসীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

পিরোজপুরে নিখোঁজের একদিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। জেলার ভাণ্ডারিয়া উপজেলায় একটি পুকুর থেকে ওই প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, নিহত কুয়েত প্রবাসী লাল মিয়া (৫০) জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত জয়নাল হাওলাদারের পুত্র।

নিহতের ভাগিনা রিয়াজ মুন্সি জানান, তার মামা লাল মিয়া কুয়েতে থেকে ব্যবসা করেন।
গতকাল বুধবার থেকে তার মামা লাল মিয়া নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজির পর আজ রাতে লাল মিয়ার ভাই সালাম হাওলাদারের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিয়াজ মুন্সি অভিযোগ করে জানান, জমি-জমা ও পাওনা টাকা নিয়ে বিরোধের কারণেই তাকে হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলে দেয়া হতে পারে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করার ব্যবস্থা করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version