Site icon Jamuna Television

জালিয়াতির অভিযোগে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার

জালিয়াতির অভিযোগে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার

তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। বৃহস্পতিবার কানেক্টিকাটে একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে আটক করা হয় তাকে।

ব্যাননের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে তহবিলে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ‘উই বিল্ড দ্য ওয়াল’ নামে একটি তহবিল সংগ্রহ কর্মসূচিতে যুক্ত ছিলেন ব্যানন।

বলা হচ্ছে, এ কর্মসূচির মাধ্যমে সংগৃহীত আড়াই কোটি ডলারের বেশিরভাগই হাতিয়ে নিয়েছেন ব্যানন ও তার তিন সহযোগী। দেয়াল নির্মাণের জন্য টাকা তুললেও ব্যক্তিগত কাজে অর্থ খরচ করা হয়। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ব্যানন।

এ পর্যন্ত ট্রাম্পের ছয় ঘনিষ্ঠ সহযোগী ফৌজদারী অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন; তালিকায় সবশেষ সংযোজন ব্যানন।

Exit mobile version