Site icon Jamuna Television

জিততে চায় ইন্টার মিলান, পরিসংখ্যান সেভিয়ার পক্ষে

উয়েফা ইউরোপা লিগের ফাইনাল আজ। রাত একটায় গ্রান্ড ফিনালেতে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

ঐতিহ্য আর কাগজ কলমের সমৃদ্ধ স্কোয়াড বলে ফাইনালে ফেভারিটের তকমাটা থাকবে ইন্টার মিলানের গায়ে। লুকাকু, লোথারো মার্টিনেজ, এরিকসনের মত তারকাদের পারফরম্যান্সে লম্বা সময় পর আবারও ইউরোপা লিগের শিরোপা জিততে চায় ইন্টার মিলান। তিনবারের চ্যাম্পিয়নরা সবশেষ ১৯৯৮ সালে জিতেছিলো ইউরোপা লিগের শিরোপা।

কিন্তু পরিসংখ্যান কথা বলছে সেভিয়ার পক্ষে। ফাইনালে স্পেনের ক্লাবটির রেকর্ড অনবদ্য। পাঁচটি ফাইনাল খেলে সবকটির শিরোপা জিতেছে তারা। আর্জেন্টাইন উইঙ্গার ওক্যাম্পোসের নেতৃত্বে এভার বেনেগা, হেসুস নেভাসদের নিয়ে ফর্মও দারুণ সেভিয়ার। উলভস, ম্যানইউয়ের মত জায়ান্টদের হারিয়ে ফাইনালে পৌঁছায় সেভিয়া।

Exit mobile version