Site icon Jamuna Television

মাছ ধরতে টোপ ফেলছে পাখি! (ভিডিও)

মাছ ধরতে টোপ ফেলছে পাখি!

মাছ ধরতে ছিপের মাধ্যমে টোপ ফেলে মানুষ। মাছ খাওয়ার জন্য ঠিক সেই কাজই করল একটি পাখি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেচার হাব নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে এই ঘটনার ভিডিওটি।

এই ভিডিওটিতে বলা হয়েছে, একটি মাত্র শব্দে ভিডিও’র অর্থ বলতে। ভিডিওটি ইতিমধ্যে দেড় লক্ষ বার দেখা হয়েছে। এক হাজারেরও বেশি ইউজার ওই পাখির চালাকি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন।

ভিডিও’তে দেখা যাচ্ছে, মুখে এক টুকরো খাবার নিয়ে জলাশয়ের ধারে বসে আছে একটি পাখি। মুখের খাবারটি সে জলে ফেলল। সেই খাবার দেখে জলাশয়ের মাছরা এলো। কিন্তু মাছদের আকার বড় দেখে ফের ঠোঁটে করে সেই খাবার তুলে নিল পাখিটি। এরপর ফের খাবারটি জলে ফেলল। একটা ছোট মাছ আসতেই মাছটিকে নিজের দুই ঠৌঁটের কবলে নিয়ে নিল পাখিটি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version