Site icon Jamuna Television

এক কান না থাকায় যুবতীর মাস্ক পরার অভিনব উপায় (ভিডিও)

এক কান না থাকায় যুবতীর মাস্ক পরার অভিনব উপায়

করোনায় মাস্ককে সঙ্গী বানিয়েছেন বিশ্ববাসী। মাস্ক দিয়ে নাক-মুখ ঢেকে করোনার হানা থেকে বাঁচতে চাইছেন সকলে। এই পরিস্থিতিতে বেশ সমস্যায় আমেরিকার মিসৌরির এক যুবতী। কারণ, জন্ম একটি কান নেই তার। যে কারণে মাস্ক পরতে বেজায় সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধানও করেছেন তিনি। সেই ঘটনার ভিডিও শেয়ার করতেই তাকে নিয়ে মেতেছেন নেটাগরকিরা। খবর- আনন্দবাজার পত্রিকা।

২০ বছর বয়সী ওই যুবতীর নাম রেজ ইয়ারবরো। গোল্ডেনহার সিন্ড্রোমের জন্য জন্ম থেকেই একটি কান নেই। ডান দিকে যে কান আছে, তাতেও ভাল করে শুনতে পান না তিনি। যন্ত্রের সাহায্যে কিছুটা শুনতে পান। কিন্তু করোনাকালে দু’কানে বাঁধার মাস্ক পরতে পারছিলেন না তিনি। কারণ একটি কানই নেই তার।

সম্প্রতি নিজের শেয়ার করা ভিডিও’তে দেখা যাচ্ছে, প্যাকেট খুলে একটি পপ সকেট কানের জায়গায় লাগালেন তিনি। সেই সকেটে রয়েছে হুক। তা কানের আকারের মতোই কাজ করছে। এটি লাগাতেই তিনি পরে নিলেন মাস্ক। তাতে বেজায় খুশি তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version