Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৫ জনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের পরিসর আরও বড় হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর- যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি। এ ছাড়া ঘরবাড়ি ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। পুড়ে গেছে বহু বাসভবন।

স্থানীয় সরকারে কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মৃতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্ব সান ফ্রান্সিসকোর বে এলাকার সোলানো কাউন্টিতে। তিনজনের মৃত্যু হয়েছে নাপা কাউন্টিতে। আর একজন উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট। এছাড়া ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি।

ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে পরিবেশ বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version