Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী এক ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। শুক্রবার হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। তবে এতে তাৎক্ষণিক বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির এপিসেন্টার ছিল বান্দা সাগরে। সুলাওয়েসি দ্বীপের কাতাবু নামক জায়গার ২২০ কিলোমিটার দক্ষিণে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে তারা এখনো বিপর্যয়ের খবর পায়নি।

এএফপি’র প্রতিবেদন জানিয়েছেন, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠলে মানুষের মাঝে আতঙ্কিত জনসাধারণ ঘর ছেড়ে বাইরে চলে আসে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ দেশটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত খুব সাধারণ ঘটনা। দেশটি ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত, যেখানে মহাদেশীয় টেকটোনিক প্লেটগুলোর সম্মিলন ঘটেছে।

Exit mobile version