Site icon Jamuna Television

বেলারুশে বিরোধী পরিষদের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ

বেলারুশে বিরোধী পরিষদের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ

বেলারুশে গণঅভ্যুত্থানের মধ্যেই বিরোধী পরিষদের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ আনলো সরকারি কৌশুলিরা। একইসাথে ঠুকে দিয়েছে ফৌজদারি মামলা।

বৃহস্পতিবারের এ ঘোষণার কারণে বিচারের মুখোমুখি হতে পারেন সদ্য গঠিত পরিষদের সদস্যরা। যার মাঝে রয়েছেন, প্রভাবশালী বিরোধী রাজনীতিকরা, শিল্পপতিরা এবং নোবেলজয়ী ঔপন্যাসিক শেৎলানা অ্যালেক্সাইভিচ। এছাড়া, আটককৃত বন্দিদেরও বাড়তে পারে শাস্তির মেয়াদ।

বুধবার এ পরিষদ থেকেই আসে নতুনভাবে নির্বাচন এবং প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবি। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও গণঅভ্যুত্থানে উত্তাল গোটা দেশ।

অবশ্য পাল্টা বিক্ষোভ-প্রতিবাদ জানাচ্ছে প্রেসিডেন্টের সমর্থকদলও। এরই মধ্যে, মধ্যস্থতার প্রস্তাব দিলো রাশিয়া ও ফ্রান্স।

Exit mobile version