Site icon Jamuna Television

গাজীপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সিলেটের গোপালগঞ্জ উপজেলার পুরকাস্তাপুুর গ্রামের তারা মিয়ার ছেলে মো. রফিক আহমেদ, একই এলাকার মৃত অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার।

র‍্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদকের বড় একটি চালান নগরীর মোগরখাল এলাকা হয়ে যাবে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের বহন করা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬’শত ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ৫টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

Exit mobile version