Site icon Jamuna Television

বান্দরবানের পূরবী মার্কেটে আগুন

বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

বিকেল সাড়ে তিনটার দিকে মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে পুড়ে গেছে মার্কেটের ২৪টি দোকান। তবে অগ্নিকাণ্ডের কারণ সর্ম্পকে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Exit mobile version