Site icon Jamuna Television

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ’ আয়োজন

করোনা মহামারি যেমন সারা পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে, তেমনি কোণঠাসা করে রেখেছে শিক্ষার্থীদের।
করোনার সময় কীভাবে পার করছেন শিক্ষার্থীরা সেটি তুলে ধরতে বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের তোলা ছবি ও আর্ট ওয়ার্ক নিয়ে ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’।

২১ আগস্ট (শুক্রবার) রাত ১২টা ১ মিনিটে অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়।
এই প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

https://artspaces.kunstmatrix.com/en/exhibition/2142041/covid-diaries?fbclid=IwAR1ggSvdVIUUqPGq2kNS7ECjWbkQg9C5n1W83BekmORv5_aX7oJgoNtEMv0এই ঠিকানা থেকে যেকেউ বিনামূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবে।

এর আগে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয়। তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাইকৃত ৩০টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়।

Exit mobile version