Site icon Jamuna Television

স্বামীর দায়ের কােপে স্ত্রী খুন, স্বামী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কােপে স্ত্রী খুন হয়েছ। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের আজােয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আনােয়ারা বেগম (৪০) নজির হােসেনের স্ত্রী এবং একই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।। এক পর্যায়ে দু’জনেই ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হােসেন ধারালো দা দিয়ে স্ত্রী আনােয়ারা বেগমের ঘাড়ে কােপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনােয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লােকজন নজির হােসেনকে আটক করে পুলিশ কাছে সােপর্দ করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা মুল অভিযুক্ত নজির হােসেনকে রাতেই আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানা হয়েছে।

Exit mobile version