Site icon Jamuna Television

বাগানের কাজে বাড়ির পোষ্য! (ভিডিও)

বাগানের কাজে বাড়ির পোষ্য

কুকুর মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধুদের একটি। খবরের কাগজ বারান্দা থেকে নিয়ে আসার মতো ছোটখাটো কাজও করে দেয় তারা। কিন্তু বাগান করতে গিয়ে কখনও পোষ্যটির সাহায্য পেয়েছেন কি? আপনি হয়তো এ ভাবে ভেবে দেখেননি, না হলে আপনিও বাড়ির কুকুরটিকে বাগানের কাজে লাগাতে পারেন। খবর- আনন্দবাজার পত্রিকা।

ভিডিওটি পোস্ট হয়েছে ‘ওয়েলকাম টু নেচার’ নামে একটি টুইটার অ্যাকাউন্টে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি ছোট গাছ লাগানোর চেষ্টা করছেন। আর তার পোষা কুকুর তাকে সেই কাজে সাহায্য করছে।

গাছ লাগানোর জন্য প্রথমে একটি জায়গা নির্দিষ্ট করে দেন ওই ব্যক্তি। এবার সেই জায়গায় কুকুরটি সামনের পা দু’টি দিয়ে দ্রুত গর্ত খুঁড়ে দেয়। গর্ত খোঁড়ার ব্যাপারে এতটাই উৎসাহ যে শেষ পর্যন্ত মাটি খোঁড়া থেকে আটকাতে হয় কুকুরটিকে। সেই গর্তেই গাছটি লাগিয়ে দেন ওই ব্যক্তি।

আর এমন একটি ভিডিও ভাইরাল হতে স্বভাবিক ভাবেই সময় নেয়নি। ১৭ অগস্ট ভিডিয়োটি পোস্ট হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় ৯১ হাজারের বেশি বার দেখা হয়েছে। একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লাইক, কমেন্ট ও শেয়ার।

Exit mobile version