Site icon Jamuna Television

আজ থেকে খুলছে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো

আজ থেকে খুলছে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো

করোনা মহামারির কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলছে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো। তবে দর্শনার্থীদের স্বাস্থ্য সচেতনতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিতে শুরু করেছে বিনোদনকেন্দ্রগুলো। তবে গতকাল থেকেই নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নগরের বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন লোকজন। তবে অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও।

তবে চট্টগ্রাম চিড়িয়াখানা শনিবারের পরিবর্তে রোববার খোলা হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সব পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version