Site icon Jamuna Television

জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠির নিচু এলাকা

জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠির নিচু এলাকা

আজও জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠির নিচু এলাকা। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠি শহরসহ উপকূলীয় নিম্নাঞ্চলে জলবন্দী হাজারো মানুষ।

পটুয়াখালীর পৌর শহরসহ জেলার অন্তত ১০টি গ্রামে ঢুকে পড়ে জোয়ারের পানি। ধীরে ধীরে পানি নামলেও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এছাড়া গত কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় পানি জমেছে দক্ষিণাঞ্চলের শহরগুলোয়। নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে বিপাকে সাধারণ মানুষ।

Exit mobile version