Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনে থাকা বন্ধুকে জড়িয়ে ধরায় ৬ সপ্তাহের জেল যুবকের

কোয়ারেন্টাইনে থাকা বন্ধুকে জড়িয়ে ধরায় ৬ সপ্তাহের জেল যুবকের

কোয়ারেন্টাইনের বিধিনিষেধ ভঙ্গ করায় নিউজিল্যান্ডে এক যুবককে ছয় সপ্তাহের জেল দিয়েছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টাইনে থাকা এক বন্ধুকে জড়িয়ে ধরায় ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে এমন শাস্তি দেয় দেশটির একটি আদালত। খবর- ডেইলি মেইল।

জানা যায়, এ মাসের শুরুতে অকল্যান্ডে একটি কোয়ারেন্টাইনে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করেন জেসি কোর্টনি ওয়েলস নামে ওই ব্যক্তি। ওয়েলসের বন্ধু অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরায় করোনা সংক্রমণ রোধে কোয়ারেন্টাইনে ছিলেন।

বিচারক বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে এমনিতে তিনি আইন লঙ্ঘণ করেছেন, আবার সেখানে একজনকে আলিঙ্গন করে আরও বেশি খারাপ কাজ করেছেন। তিনি আরও বলেন, যেখানে মানুষ পরিবারের সদস্যদের হারাচ্ছে এবং অন্যান্য কারণে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছে সেখানে এমন কর্মকাণ্ড কোনোভাবে উদাহরণ হতে পারে না।

ওয়েলশের আইনজীবী জানান, তার মক্কেল কৃতকর্মের দায় স্বীকার করেছেন। তিনি ‘নির্বোধের’ মতো কাজ করেছেন বলে মন্তব্য করেছেন।

করোনা মোকাবিলায় অন্যতম সফল দেশ হচ্ছে নিউজিল্যান্ড। শুরু থেকেই সীমান্ত বন্ধ ও কঠোর বিধিনিষেধ আরোপ করায় খুব বেশি সংক্রমণ ঘটেনি দেশটিতে।

Exit mobile version