Site icon Jamuna Television

পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ডালিমা খাতুনের (২৫) শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী আব্দুল আলীম (৩০) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা স্ত্রীকে উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। গেলোরাতে কোনাবাড়ী থানার গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত আব্দুল আলীম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চরদুবালী গ্রামের মোকসেদ মিয়ার ছেলে।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মাইকেল বনিক জানান, গেলোরাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে স্ত্রী ডালিমা খাতুন গুরুতর আহত হয়। স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্বামী-স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

ইউএইস/

Exit mobile version