Site icon Jamuna Television

‘২১শে আগস্ট হামলা কোন দুর্ঘটনা নয়, পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস’

'করোনা সংকটের শুরু থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেনি বিএনপি'

ফাইল ছবি

২১শে আগস্ট গ্রেনেড হামলা কোন দুর্ঘটনা নয়, পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Exit mobile version