Site icon Jamuna Television

সেপ্টেম্বরে বিজেপি নেতাদের বিরুদ্ধে করা মামলার রায় দিতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় দায়েরকৃত ফৌজদারী মামলায় লালকৃষ্ণ আদভানির বিরুদ্ধে শুনানি শেষ করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর হিন্দুস্তান টাইমস’র।

এই মামলায় অভিযুক্ত হিসেবে প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর জোশী এবং উমা ভারতীর নামও আছে।

গত মে মাসে বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবকে ৩১ আগস্টের এ মামলার রায় দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তীতে গত ১৯ আগস্টের এক রায়ে বিচারক যাদবের রিপোর্ট বিবেচনা করে বিচারপতি আর নরিম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সেই মেয়াদ একমাস বাড়িয়েছে।

১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের পর ধর্মীয় ঘৃণা ছড়ানো (১৫৩এ ধারা), জাতীয় অখণ্ডতার উপর প্রভাব বিস্তার করা মন্তব্য (১৫৩বি ধারা)-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তারপর ২০১৭ সালের এপ্রিলে অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারাও যোগ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় দু’বছরের মধ্যে শুনানি শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছিল।

পরে ২০১৯ সালের জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট এ মামলার রায়দানের সময়সীমা নয় মাস বাড়িয়েছিল। যা চলতি বছর ১৯ এপ্রিল সেই মেয়াদ শেষ হয়েছে। তারপর ৬ মে সুপ্রিম কোর্টের কাছে সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন বিচারক যাদব। যাদবের আবেদন মঞ্জুর করে ৩১ আগস্টের মধ্যে রায়দানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Exit mobile version