Site icon Jamuna Television

চকবাজারে লিফলেটসহ ‘আল্লাহর দলের’ দুই সদস্য গ্রেফতার

রাজধানীর চকবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর দুজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো মো. হানিফ হোসেন (৩১), মো. জামাল বেপারী (৩০)।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় চকবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’-এর লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। তারা সংগঠনের অপর সদস্য মিনহাজের মাধ্যমে এই কাজে উদ্বুদ্ধ হয়েছে। মিনহাজ উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ২০১৯ সালের ডিসেম্বরে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে আটক আছে। আটক দুজনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউএইস/

Exit mobile version