Site icon Jamuna Television

কুমিল্লা সিটি করপোরেশনের ঢাকনাহীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ বছরের শিশু রবিন কুমিল্লার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মো. সুমন মিয়ার ছেলে।

মা রোজিনা বেগমের সাথে মামার বাড়ি কুমিল্লার সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের (কোটবাড়ি) চাঙ্গিনী হাইস্যার কলোনিতে বেড়াতে আসেন। শনিবার বিকেলে খেলতে গিয়ে সিটি করপোরেশনের ঢাকনাবিহীন ড্রেনে পড়ে মৃত্যুর পর ভেসে ওঠে রবিন।

মা রোজিনা জানান, রবিন বাড়িতে খেলতে ছিলো। পাশে সড়কের ড্রেন হওয়ায় খেলতে গিয়ে ড্রেনের উপর চলে যায়। ঢাকনা না থাকায় শিশুটি ভিতরে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখে শিশু রবিন ড্রেনের পানিতে মরে ভেসে আছে।

মামা শরিফসহ স্থানীয়রা জানান, সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের উপরে অধিকাংশ জায়গায় এখনো ঢাকনা দেওয়া হয়নি। শনিবার বিকেলে খেলতে গিয়ে তার ভাগিনা ৮ বছরের শিশু রবিন ড্রেনে পড়ে পানিতে ডুবে মারা গেছে। এর পূর্বে ঢাকনাবিহীন এই ড্রেনের উপর দিয়ে হাটতে গিয়ে একাধিকবার পড়ে আহত হয়েছে। তারা শিশু মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার দাবি করেছেন।

কুমিল্লা কোটবাড়ি চাঙ্গিনী পুলিশ ফাঁড়ির এস আই মহসিন জানান, ড্রেনে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। মৃত্যুর ঘটনায় শিশুর স্বজন এখনো কোনো অভিযোগ করেনি। তারপরও আমরা বিষয়টির খোঁজ নিবো।

ইউএইস/

Exit mobile version