Site icon Jamuna Television

ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল বিমানঘাটি উড়িয়ে দেয়ার হুমকি!

সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর জন্য ফ্রান্সের থেকে আমদানি করা ডেসল্ট রাফায়েল জঙ্গীবিমানের ঘাটি উয়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ’র।

ভারতীয় গণমাধ্যম জানায় দেশটির হরিয়ানার অম্বালায় ফ্রান্স থেকে আনা পাঁচটি রাফায়েল জঙ্গীবিমান ওই ঘাটিতে রাখা হয়েছে। শুক্রবার অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এক চিঠিতে ওই বিমান ঘাটি উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তায় কোন ধরণের ত্রুটি রাখা হচ্ছে না। অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফ্রান্স থেকে পাঁচটি রাফায়েল জঙ্গীবিমান নিয়ে আসে ভারতীয় বিমান বাহিনী। ফ্রান্সের সাথে এক চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ডেসল্ট থেকে ২৮টি এক আসন বিশিষ্ট রাফায়েল ও ৮টি দুই আসন বিশিষ্ট রাফায়েল ক্রয় করবে। যার প্রথম পাঁচটি ২৯ জুলাই ভারতে পৌছে।

Exit mobile version