Site icon Jamuna Television

পাকিস্তানকে হারালেই ভারতীয় ক্রিকেটারদের গাড়ি উপহার দিতে চেয়েছিলেন দাউদ ইব্রাহিম

১৯৮৬ সালে অস্ট্রেলিয়া-এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলে প্রত্যেক ভারতীয় খেলোয়াড়কে একটি করে টয়োটা গাড়ি উপহার দিতে চেয়েছিলেন মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিম। খবর খবর ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা ২৪x৭’র।

তবে সেসময় তাকে ড্রেসিং রুম থেকে বের করে দেন তৎকালীন ভারতীয় অধিনায়ক কপিল দেব।

সম্প্রতি সেই সময়ের ভারতীয় দলের সদস্য ও পরে ভারতীয় অধিনায়ক দিলীপ ভেঙ্গসরকর বলেন, ম্যাচের একদিন আগে দাউদ ড্রেসিংরুমে ঢুকে বলেছিল পাকিস্তানকে হারিয়ে শারজায় অস্ট্রেলিয়া-এশিয়া কাপ জিতলে প্রতিটি খেলোয়াড়কে টয়োটা গাড়ি দেওয়া হবে।

ভেঙ্গসরকর বলেন, দাউদকে একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে তাদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেতা মেহমুদ৷

কপিল দেব বলেন, ‘আমাদের ড্রেসিরুমে একজন অপরিচিত ব্যক্তি ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চেয়েছিল৷ কিন্তু আমি তাকে ড্রেসিংরুম থেকে বেড়িয়ে যেতে বললে সে কথা না বাড়িয়ে বের হয়ে যায়’

উল্লেখ্য, সেই ফাইনাল ম্যাচের শেষ বলে চেতন শর্মাকে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ট্রফি জিতিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ৷

Exit mobile version