Site icon Jamuna Television

পাকিস্তানি রাষ্ট্রদূতের বিরুদ্ধে দূতাবাস ভবন বিক্রি করে দেয়ার অভিযোগ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ার

পাকিস্তান রাষ্ট্রদূত হিসেবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরুদ্ধে দূতাবাস ভবন বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর দ্যা নেশনের।

খবরে বলা হয়, পাকিস্তানের ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) সাবেক এ রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগটি এনেছে। আদালতে সংস্থাটি বলেছে, বেআইনিভাবে জাকার্তার পাকিস্তান দূতাবাস ভবন বিক্রি করে দিয়েছেন মুস্তাফা আনোয়ার। ২০০১-২০০২ সালে দায়িত্বে থাকাবস্থায় তিনি অবৈধ এ কাজটি করেন।

অভিযোগে এনবিএ আরও জানিয়েছে, পানির দরে মুস্তাফা ভবনটি বিক্রি করে দিয়েছেন। এতে দেশের ১৩২ লাখ ডলারের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানায়, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তোড়জোড় শুরু করে দেন আনোয়ার। এ জন্য পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পরোয়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন।

বিক্রির প্রক্রিয়া শুরুর পর আনোয়ার খবর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ঘটনার জন্য আনোয়ারকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের আদালত।

Exit mobile version