Site icon Jamuna Television

বেলারুশের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন

বেলারুশের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন

বেলারুশের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করেছে ন্যাটো- প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এই সামরিক জোটটি।

তবে চলমান পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহাসচিব ইয়েন্স স্টলেনবার্গ।

এর আগে শনিবার পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তে সামরিক মহড়া পরিদর্শন শেষে ন্যাটোর দিকে অভিযোগের আঙ্গুল তোলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। এসময় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এদিকে, সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে চলছে বিক্ষোভ, মানববন্ধন আর জনসমাবেশ।

Exit mobile version