Site icon Jamuna Television

ভারতে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি

ভারতে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি

টানা বৃষ্টিতে ভারতের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া উত্তরের নদীগুলোর পানি বাড়ায় অবস্থা আরও ভয়াবহ হচ্ছে। বিহারে আরো ৭০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছেন। এ নিয়ে ৮৩ লাখের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট ডুবে আছে পানিতে। ভারি বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, তাই ব্যাহত হচ্ছে যান চলাচল। শুধু মধ্যপ্রদেশ নয় এমন চিত্র ভারতের বিভিন্ন রাজ্যের। স্বাভাবিকের চেয়ে উঁচুতে বইছে গঙ্গা। পানিতে ডুবে আছে কানপুর শহর।

শুধু গঙ্গা নয়, নয়া দিল্লিতে প্রবাহিত যমুনা নদীর পানিও বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে সবাই। এমনিতেই গত কয়েকদিনই ভারি বৃষ্টিতে দিল্লির রাস্তাঘাট, বাড়ি ঘর পানিতে ডুবে যেতে দেখা গেছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত বিহার রাজ্যও। রাজ্যটির ১৬ জেলা এখনও পানিতে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত ৮৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।

Exit mobile version