Site icon Jamuna Television

এসএ পরিবহনের ডিপো থেকে প্রায় ৪ লাখ নকল সিগারেট আটক

ঢাকার শান্তিনগর এসএ পরিবহনের ডিপো থেকে নকল ব্যান্ডরোল ব্যবহারের সন্দেহে দুটো চালানে ১৪ বস্তা সিগারেট আটক করেছে ভ্যাট গোয়েন্দারা।

রোববার এক অভিযান চালিয়ে এসব নকল সিগারেট আটক করে তারা। দুটি চালানের গন্তব্য ছিল নোয়াখালীর চৌমুহনীতে।

গোয়েন্দারা জানায়, একটি চালান কুষ্টিয়া থেকে ১২ বস্তায় ৩.৫০ লক্ষ শলাকা রাতেই এসএ পরিবহনের গাড়িতে ঢাকায় আসে। একইসাথে আরেকটি চালান রাতে বগুড়া থেকে ঢাকার ডিপোতে প্রবেশ করে। এই চালানে ৪০,০০০ শলাকা সিগারেট পাওয়া যায়। প্রথমটার ব্রান্ড Ceaser, অন্যটি Senor Gold।

ভ্যাট গোয়েন্দারা চালানের সিগারেট প্যাকেটগুলোতে ব্যবহৃত ব্যান্ডরোলগুলো স্বীকৃত ইউভি-রে প্রয়োগ করে প্রাথমিকভাবে নকল বলে নিশ্চিত হয়েছে। সিকিউরিটি এন্ড প্রিন্টিং প্রেসে আটক নমুনা পাঠিয়ে তা আরও যাচাই করা হবে। ভ্যাট আইন অনুযায়ী কোন পার্সেলেই যথাযথ ভ্যাট চালান ছিল না।

গোয়েন্দারা আরও জানায়, ভ্যাট চালান ব্যতিরেকে সিগারেট পরিবহন করার দায়ে এসএ পরিবহনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।

Exit mobile version