Site icon Jamuna Television

চীনা নাগরিকদের জন্য ভিসা নীতি কঠোর করলো ভারত

লাদাখের সীমান্ত বিতর্ককে কেন্দ্র করে এবার চীনা নাগরিকদের জন্য ভিসা নীতি কঠোর করতে যাচ্ছে ভারত। বিশেষ করে চীনের থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী ও পরামর্শদাতা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিসা দেওার ক্ষেত্রে আগেই সব দিক খতিয়ে দেখে নেওয়ার কথা বলা হয়েছে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব চীনা ব্যক্তি বা সংস্থা ভারতের অস্তিত্বের জন্য উদ্বেগজনক তাদের বা সেই সংস্থার কার্যকলাপ নজরদারিতে থাকবে। এ ক্ষেত্রে ভিসা দেওয়ার আগেই নিরাপত্তার বিষয়টি যাচাই করে যেন ভিসা ছাড়পত্র দেওয়া হয়। এই রকম ক্ষেত্রে সরকার দিল্লি থেকে ভিসা ছাড়পত্র দেবে।

আইআইটি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জেএনইউ সব ভারতের যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে সেই সহ চুক্তিও পর্যালোচনা হবে বলে জানিয়েছে দেশটির একজন সরকারি কর্মকর্তা।

এরআগে, পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আগে থেকেই এই ধরনের কঠোর নীতিমালার অনুসরণ করে ভারত।

Exit mobile version