Site icon Jamuna Television

ধোনিকে দেখলেই শোয়েবের কথা মনে পড়ে: সানিয়া মির্জা

ধোনিকে দেখলেই শোয়েব মালিকের কথা মনে পরে বলে জানিয়েছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা। খবর ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ নিউজ’র।

সানিয়া বলেন, ভারতীয়রা ধোনিকে মিস করবে। তিনি আরও বলেন, ধোনির ব্যক্তিত্ব তাকে সবার থেকে আলাদা করে রেখেছিল, তিনি যথার্থই ক্যাপ্টেন কুল ছিলেন।

সানিয়া মির্জা বলেন, ‘ধোনির সঙ্গে শোয়েবের অনেক দিকে মিল রয়েছে। ওরা দুজনেই মাঠে খুব শান্ত থাকতে পারে, দুজনের ব্যক্তিত্বে অনেক মিল রয়েছে। ধোনির মতো শোয়েবও দেশের জন্য সব করতে পারে। আসলে দেশের প্রতি ওদের দুজনের শ্রদ্ধা ও আনুগত্য ওদের আর পাঁচজনের থেকে আলাদা করে রেখেছে।’

সানিয়া বলেন, ‘মাঠে ধোনিকে দেখলে আমার শোয়েবের কথা মনে পড়ে। তারা দু’জনই দলের কথাই সবার আগে ভাবে।’

Exit mobile version