Site icon Jamuna Television

করোনায় বিশ্বজুড়ে আরও ৪ হাজার মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৮ লাখ

করোনাভাইরাসে মৃত্যু আর সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৪৬ জন; ৬২ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি।

দৈনিক হিসাবে বিশ্বজুড়ে আরও ৪ হাজার মানুষ মৃত্যুবরণ করলেন করোনাভাইরাসে। মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ১২ হাজার। সংক্রমিত দুই কোটি ৩৬ লাখের মতো।

২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো মেক্সিকো, মারা গেছেন ৬৪৪ জন। প্রায় একমাস পর, সর্বনিম্ন ৪৩০ জনের মৃত্যু রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। তবে, দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৮০ হাজার ছাড়ালো। তবে, মহামারির প্রকোপ শুরুর তিন মাস পর; ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৪৯৫ জনের মৃত্যু রেকর্ড করলো ব্রাজিল। দেশটিতে করোনায় মোট প্রাণহানি সোয়া লাখের মতো।

Exit mobile version