Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে মসজিদে হত্যা মামলার রায় পড়া শুরু

নিউজিল্যান্ডে মসজিদে হত্যাকাণ্ডের ঘটনার রায় হতে পারে কাল

নিউজিল্যান্ডের মসজিদে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় চার দিনের রায় পড়া শুরু। যাতে যাবজ্জীবন ৩০ বছরের জেল হতে পারে শ্বেতাঙ্গ অপরাধী ব্রেন্টন ট্যারেন্টের।

সোমবার সকালেই, ক্রাইস্টচার্চ আদালতে হাজির হন মর্মান্তিক ঐ হামলার শিকার, প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবারের সদস্যসহ ৬০ জন। তাদের জবানবন্দি এবং যাবতীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে শাস্তি। তবে, স্বপক্ষে বক্তব্য রাখার সুযোগ পাবেন ২৯ বছরের অস্ট্রেলীয় বংশোদ্ভুত আততায়ী।

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে এলোপাতাড়ি গুলি চালায় ট্যারেন্ট। ঐ ঘটনায় বাংলাদেশিসহ ৫১ মুসল্লিকে হত্যা, ৪০টি হত্যাচেষ্টাসহ মোট ৯২টি অভিযোগের সবগুলো স্বীকার করেছেন তিনি। ১৯৬১ সাল থেকে নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান বন্ধ।

Exit mobile version