Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কো। চিকিৎসকদের দাবি, তার অবস্থা বেশ সঙ্কটাপন্ন। রোববার এ তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

বিবৃতিতে বলেন, ইউলিয়া ছাড়াও তার স্বামী এবং মেয়েও করোনা পজেটিভ। ইউলিয়া ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকার প্রধান। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন। অংশ নেন প্রেসিডেন্ট নির্বাচনেও।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় দু’হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ পাঁচ হাজারের উপর। মারা গেছেন ২ হাজার ২৭১ জন।

Exit mobile version