Site icon Jamuna Television

ইরাকের কাছে ঘাঁটি হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

ইরাকের তাজি সামরিক ঘাঁটি থেকে প্রত্যাহার করা হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী। রোববার সেটির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর কাছে হস্তান্তর হয়।

আন্তর্জাতিক কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়, ইরাক সরকারের সঙ্গে দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে। আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকের এ সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছিলো আন্তর্জাতিক বাহিনী। বাগদাদ থেকে কিছুটা দূরের এ ঘাঁটিটি সামরিক প্রশিক্ষণস্থল হিসেবে ব্যবহৃত হতো।

চলতি বছর সাতটি ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাককে হস্তান্তর করা হলো।

Exit mobile version