Site icon Jamuna Television

পদ্মায় তীব্র স্রোতে ফেরি পারাপারে ধীরগতি

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি দুই সেন্টিমিটার কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যহত হচ্ছে।

তাই ফেরিগুলোকে চলতে হচ্ছে খুব সাবধানে, ধীর গতিতে। এতে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই নৌরুটে বর্তমানে ১৫ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যে কারণে পদ্মায় ফেরি পারাপার ব্যহত হলেও ঘাট এলাকায় তেমন ভোগান্তি নেই।

Exit mobile version