Site icon Jamuna Television

কিম জং উন কোমায়!, দাবি দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কোমায় রয়েছেন। এ কারণে তার বোন কিম য়ো জং-এর হাতে শাসন ক্ষমতা দেয়া হয়েছে। এমনটা জানালেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন শাসক কিম দায় জাং-এর এক সহচর। খবর- নিউইয়র্ক পোস্ট, হিন্দুস্তান টাইমস।

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন কূটনীতিক ছাং সং-মিন বলেন, উত্তর কোরিয়ার শাসকরা সহজে ক্ষমতা ছাড়েন না। একমাত্র গুরুতর অসুস্থতা বা সেনা অভ্যুত্থানের মাধ্যমে পদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকেন। আমার ধারনা উনি (কিম জং উন) কোমায় চলে গিয়েছেন। তবে উনি জীবিত আছেন। অসুস্থতার কারণে কিম জং উন নিজের হাত থেকে ক্ষমতার রাশ ক্রমশ আলগা করছেন। তিনি কিছু কিছু ক্ষমতা বোনের হাতে তুলে দিচ্ছেন।

তবে এই দাবির বিপরীতে কিম-জং শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি।

Exit mobile version