বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর চোখ রাঙানি উপেক্ষা করেই হাজার-হাজার মানুষ যোগ দিলেন রাজপথের আন্দোলনে। রোববার রাজধানী মিনস্কের জড়ো হয়েছিল ১০ হাজারের বেশি মানুষ। পুলিশের কড়া নজরদারি থাকা সত্ত্বেও শহরের মূল চত্ত্বরে চলে প্রতিবাদ-সমাবেশ।
তাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছেন লুকাশেঙ্কো। অবিলম্বে তার পদত্যাগ করা উচিৎ। সংহতি জানাতে সীমান্তে মানববন্ধন করেন লিথুনিয়ার নাগরিকরা। এদিকে, আন্দোলনকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। তার বক্তব্য, আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রেই উত্তাল বেলারুশ।
৯ আগস্টের নির্বাচনে একচেটিয়া জয় পান ২৬ বছর ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো। এরপরই, ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ। যাতে প্রাণ হারান কমপক্ষে চারজন।

