Site icon Jamuna Television

নাভালনির দেহে বিষপ্রয়োগ: প্রস্তুতি না থাকায় অনলাইন ব্রিফিং বাতিল

রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির দেহে বিষপ্রয়োগের আদ্যপান্ত নিয়ে অনলাইন ব্রিফিং বাতিল করেছে তার দল। রোববার ইউটিউবে ব্রিফিংটি হওয়ার কথা ছিল। কিন্তু যথাযথ প্রস্তুতি না থাকায় তা বাতিলের কথা জানান নাভালনির প্রেস সচিব কায়রা ইয়ারমিশ।

এর আগে জার্মানির বার্লিনে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নাভালনিকে দেখে হাসপাতালে ত্যাগ করেন তার স্ত্রী ইউলিয়া। যদিও স্পষ্ট নয় তার সবশেষ শারীরিক অবস্থা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে কোমায় চলে যান বৃহস্পতিবার। তার দেহে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের অভিযোগ সমর্থকদের। চিকিৎসার জন্য শনিবার কড়া নিরাপত্তা ও কঠোর গোপনীয়তার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে জার্মানিতে নেয়া হয় তাকে।

Exit mobile version