Site icon Jamuna Television

কোহলির নেতৃত্বাধীন টেস্ট দল সর্বকালের সেরা: গাভাস্কার

ভিরাট কোহলির নেতৃত্বাধীন টেস্ট দলকে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল- বলেছেন সুনীল গাভাস্কার।মূলত ম্যাচজয়ী বোলারের আধিক্যের কারণে এই দলটি সর্বকালের সেরা বলে মনে করেন তিনি।

মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন সমৃদ্ধ কোহলির দলের বোলিং সাফল্য কখনও আবহাওয়ার উপর নির্ভর করে না। পৃথিবীর যেকোন উইকেটে এরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

গাভাস্কার মনে করিয়ে দেন, কোহলির নেতৃত্বেই প্রথমবারের মত ২০১৮-১৯ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল। আগের দলগুলো ব্যাটিংয়ে শক্তিশালী হলেও ভারসাম্যপূর্ণ ছিল না বলেও মন্তব্য করেন প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা এই ক্রিকেটার।

Exit mobile version