Site icon Jamuna Television

ইরানে পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ছিল নাশকতার ফল: বেহরুজ

নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা নাশকতা ছিল বলে দাবি করেছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন।

জুলাইয়ের প্রথম সপ্তাহে তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূ-গর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আগুন লাগে। রোববার বেহরুজ বলেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ছিল নাশকতার ফল। নিরাপত্তা কর্তৃপক্ষ যথাসময়ে বিস্ফোরণের কারণ প্রকাশ করবে। তবে কারা এই নাশকতার সাথে জড়িত সে বিষয়ে কিছু বলেননি তিনি।

ইরানি কর্মকর্তারা জানান, আগুনে পরমাণু স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রকল্পটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাঁধাগ্রস্ত হতে পারে।

Exit mobile version